• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বেনাপোলে পণ্যবাহী ট্রাক স্কেলে ওজনের মাপকাঠিতে গড়মিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

যশোরের বেনাপোল একটি প্রমুখ স্থলবন্দর যা বাংলাদেশের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যের মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। কিন্তু এই স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্কেলে ওজনের মাপকাঠিতে গড়মিলের অভিযোগ উঠেছে। 

ওজন স্কেল নীতিমালা না মেনে বেনাপোল স্থলবন্দরে মনগড়াভাবে কাজ সম্পন্ন হচ্ছে। এই পদক্ষেপ আমদানিকৃত পণ্যের ওজনের বিশ্বস্ত ও নিরাপদ পরিমাণ নিশ্চিত করার লক্ষ্য হলেও হচ্ছে তার বিপরীতটা। 


এ ব্যাপারে বেনাপোল বন্দরের স্কেলে দায়িত্বরত মো. জাবেদ বিল্লাহ’র কাছে জানতে চাইলে প্রথমে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। একপর্যায়ে তাকে ওজন স্কেলের ব্যাপারে বলার জন্য অনুরোধ করলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না, এ বিষয়ে কিছু জানতে হলে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ডিডি মো. মনির স্যারের সঙ্গে কথা বলেন।


তাৎক্ষণিক বন্দর কর্মকর্তা ডিডি মনির হোসেনের সঙ্গে এ নম্বরে (০১৭১৭-২২৮.....) যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলায় কলটি তিনি কেটে দেন। এরপরে অনেক বার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর