• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভয়-ভীতি দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৬

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

সিরাজগঞ্জে ভয়-ভীতি দেখিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারিপাড়া মহল্লার আব্দুল্লাহ আল-মামুন, টুকরা ছোনগাছা গ্রামের ইব্রাহিম মোন্নাফ, ছোনগাছা দক্ষিণ মহল্লার ইকবাল চৌধুরী বাবু, দত্তবাড়ি গ্রামের সাগর আলী ওরফে শহিদুল, চিলগাছা গ্রামের বাবু মিয়া ও পশ্চিম দত্তবাড়ি গ্রামের রুহুল আমিন।


পুলিশ সুপার রেজাউল করিম জানান, সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতি গ্রামের কৃষক আমজাদ শেখের বাড়িতে চলতি বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে মুখে মাফলার পেঁচিয়ে ছয়জন লোক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা পিবিআই পুলিশের পরিচয় দিয়ে আমজাদ শেখ মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয়-ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে যান। 


এরপর আবারো একইভাবে তার থেকে আরো ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর ছোট ভাই ও বড় ভাই আক্তার শেখের স্ত্রী বাঁধা দিলে তারা পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারি মনোগ্রাম খাম ও তাদের দুজন এসআই পরিচয় দিয়ে আসেন।


এ ঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পিবিআই পুলিশ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গত ৫ জুলাই তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ঐ ছয়জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেন আসামিরা। এরপর তারা আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দেন। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।


প্রতারণার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর