• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

তজুমদ্দিনে ১৮ জন পেলেন আর্থিক সহায়তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

ভোলার তজুমদ্দিনে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৮ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮ জন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। আর্থিক সহায়তা প্রাপ্তরা ক্যান্সার, কিডনি সমস্যা, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

এ সময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যাপক কাজ করছে। দেশের অসহায় ও দরিদ্রদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। এর মাধ্যমে এসব মানুষ এখন শান্তিতে রয়েছেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, সমাজসেবা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর