• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বীজ খেল হাঁস, বড় ভাইয়ের কান-পায়ের রগ কাটল হাবিব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে মো. মজিবুর হাওলাদারের কান এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. মজিবুর হাওলাদার একই গ্রামের পবন আলী হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, বাড়ির সামনের জমিতে হাঁস বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে মজিবুর হাওলাদারের মাথায় কোপ দেন তার ছোট ভাই হাবিব হাওলাদার। এতে ভুক্তভোগীর মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায়। এছাড়া তার ডান পায়ের রগ কেটে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর