• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নীলসাগর এক্সপ্রেসের এসি বগিতে আগুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে চিলাহাটি থেকেঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ঘটনার প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার রাতে ট্রেনটি পার্বতীপুর জংশন ছেড়ে যাওয়ার পর ফুলবাড়ী স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।


ট্রেনের মেকানিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই ফুলবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে এসি কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পান এক যাত্রী। বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।


চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের।


এসি বগির যাত্রী রহমান বিন শামস বলেন, ফুলবাড়ী আউটার সিগন্যালে ট্রেন থামার পর হঠাৎ কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। ট্রেন থেকে নেমে দেখি বগির নিচে চাকার সঙ্গে ঘর্ষনের ফলে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার রফিক চৌধুরী বলেন, ব্রেক সিস্টেমের কারণে এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই হয়ে থাকে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর