• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

আওয়ামী লী‌গের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি ঘোষণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ উপকমিটি ২০২২-২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবে।


এবারে দলটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।


আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে তাকে মনোনীত করায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন।


সূত্র জানায়, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ করা হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অধ্যাপক ড. আবদুল খালেককে। আর সদস্য সচিব আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার (চাঁপা)। এছাড়া উপকমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর