• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

এডিস মশার লার্ভা: ৪ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। তারই পরিপ্রেক্ষি‌তে সোমবার কারওয়ান বাজা‌রের পেট্রোবাংলা, যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, টিসিবি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ভব‌নে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপ‌স্থি‌তে এ  অভিযান চ‌লে। এ সময় প্রত্যেক‌ প্রতিষ্ঠান‌কে
৫ লাখ টাকা করে জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ।


এ সময় উত্তর সি‌টি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।


পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গণমাধ‌্যমে বলেন, আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হলো আমরা খতিয়ে দেখবো। যারা পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল, তাদের অবহেলায় এটা হতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৬৫ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর