• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে ও রাতে উখিয়া থানার বালুরমাঠ ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- উখিয়া থানার বালুরমাঠ ২ নম্বর ক্যাম্পের ইস্ট/ই-৯ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা মৃত জলিল বসুর ছেলে মাহমুদুল হাসান ও বালুরমাঠ ক্যাম্পের ২ নম্বর ওয়েস্ট/ডি ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে মৌলভী আমির হোসেন।


জানা গেছে,মঙ্গলবার বিকেলে উখিয়া থানার বালুরমাঠ ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মাহমুদুল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল ও এক রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন রাত সাড়ে ৮টার দিকে বালুরমাঠ ক্যাম্পের ২ নম্বর ওয়েস্ট/ডি ব্লকে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড শটগানের গুলিসহ মৌলভী আমির হোসেনকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সৈয়দ হারুন অর রশীদ।


তিনি বলেন, আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর