• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ময়মনসিংহে হত্যা মামলায় চার ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

ময়মনসিংহের গৌরীপুরে রজব আলী নামে এক দফাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় চার ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এছাড়া মামলার আরও তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ সাবরীনা আলী এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন মুক্তাল হোসেন মুন্সির ছেলে আব্দুল কুদ্দুস, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আক্কাছ আলীর ছেলে আতাউল্লাহ, কুমেদ হোসেনের ছেলে মতিউর রহমান ওরফে আব্দুল মতিন ওরফে মতি মিয়া এবং মৃত সফর আলীর ছেলে ফকর উদ্দিন। তাদের মধ্যে পলাতক রয়েছেন তারা মিয়া।


খালাস পাওয়া ব্যক্তিরা হলেন মুক্তাল হোসেন মুন্সির ছেলে আক্কাছ আলী, আক্কাছ আলীর ছেলে আবাদ উল্লাহ ও তারা মিয়ার ছেলে আহসান উল্লাহ। দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া ব্যক্তিরা উপজেলার বাহেরতলা গ্রামের বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার।


তিনি বলেন, ২০০৬ সালের ১২ অক্টোবর সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে রজব আলী দফাদারকে কুপিয়ে হত্যা করে হয়। এ ঘটনায় নিহতের ছেলে ওই ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৭ জনের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে তিনজনকে মামলা থেকে খালাস দেয়া হয়। যাবজ্জীবনের আসামিদের মধ্যে তারা মিয়া ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর