• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পচা ডিমে বেকারি পণ্য তৈরি, জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

মানবদেহের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ও পচা ডিম ব্যবহার করায় নীলফামারীর সৈয়দপুরে দুই বেকারির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তদারকি অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিনিয়র সহকারি সচিব) আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন একই অধিদফতর ও কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দীন, নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেনসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, সৈয়দপুর উপজেলার বিভিন্ন বেকারিগুলোতে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। এছাড়া উৎপাদিত খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুটি বেকারিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে শহরের চাঁদনগরের অবস্থিত আশা বেকারির মালিককে এক লাখ ২০ হাজার টাকা ও সোনালি বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজহারুল ইসলাম বলেন, সৈয়দপুরে দুটি বেকারিরর নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে পচা ডিম, কাপড়ের রং ও কেমিক্যাল ব্যবহার এবং বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের অনুমতি না থাকায় ঐ দুই বেকারির মালিককে জরিমানা করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর