• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

হত্যার সাজা মাথায় নিয়ে আত্মগোপনে ২০ বছর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নুরুল আলম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার নগরের ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত মো. নুরুল আলম ফটিকছড়ি উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল গণির ছেলে।


র‍্যাব জানায়, ১৯৮৯ সালে ফটিকছড়ি উপজেলার ফতেহাবাদ এলাকায় বাড়ি সংলগ্ন রাস্তা দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে নুরুল আলমের পক্ষের একজন ভুক্তভোগীর ঘাড়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করেন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঐ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করেন নিহতের ভাই। 


মামলার বিচারকাজ শেষে ২০০৪ সালের ১৯ মে অন্যতম আসামি মো. নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।


র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ২০ বছর ধরে পরিচয় গোপন করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর