• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, রোহিঙ্গা নারীসহ আটক ৩

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৪ বছরের শিশু রায়হানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করা হয়।
রোববার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। 

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) ভোরে উখিয়া-টেকনাফের মাঝামাঝি পাহাড়ি ঢালুতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া শিশু রায়হান উখিয়ার ক্যাম্প-১৬ এ/১ ব্লকের আবু জাফর ও রেহেনা বেগমের ছেলে।

আটককৃতরা হলেন- টেকনাফের মোছনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি ব্লকের মো. আমিনের ছেলে সাদেক হোসাইন, রোহিঙ্গা রোকসানা এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে আমির ফয়সাল।

অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া (সার্কেল) মোহাম্মদ রাসেল বলেন, গত ৩০ আগস্ট সকাল ১১টার দিকে অপহরণ চক্রের মূলহোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ঐ শিশুকে অপহরণ করে। পরে শিশুটির কান্নার শব্দ শুনিয়ে তার বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ শিশুর মা রেহেনা বেগম। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মোছনি ক্যাম্পের সি ব্লক থেকে অপহরণ চক্রের সদস্য রোহিঙ্গা রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। একই সঙ্গে রোকসানাসহ আরো একজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর