• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাহারি মোড়কে ‘নকল’ চা, অতঃপর...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

চট্টগ্রামে অভিযান চালিয়ে অর্ধলাখ নকল চায়ের মোড়ক উদ্ধার করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরের জেল রোড সংলগ্ন পিবি সুপার মার্কেটে এ অভিযান চালান চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
রুহুল আমীন বলেন, পিবি সুপার মার্কেটে মেসার্স আইনান এন্টারপ্রাইজ নামে চায়ের মোড়ক প্রস্তুতকারক ও সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ ধরনের নকল চায়ের ৫০ হাজার মোড়ক উদ্ধার করা হয়। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরো বলেন, ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে নকল ব্র্যান্ডের চায়ের মোড়ক তৈরি করে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এসব প্যাকেটের মাধ্যমে নিম্নমানের চা সারাদেশে ভোক্তাদের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে চা বোর্ড। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর