• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঘাইছড়িতে বাঘের আতঙ্কে মানুষ!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে বাঘ দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলাজুড়ে বাঘ আতঙ্ক বিরাজ করছে। তবে বন বিভাগ বলছে, গত ৬ মাসের ভিডিও চিত্রে ঐ এলাকায় কোনো বাঘের দেখা মেলেনি। 
জানা গেছে, সম্প্রতি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের যৌথ খামার চিন্তারাম ছড়া পাহাড়ি এলাকায় বিদ্যাধন চাকমার একটি গরুকে বাঘ আক্রমণ করে। আক্রমণে মারাত্মকভাবে জখম করেছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তুষার কান্তি চাকমা জানান, বিষয়টি জানার পরে সেখানকার কারবারির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মাঝারি সাইজের বাঘের মতো একটা প্রাণীকে জঙ্গলে দেখা গেছে, তিনদিন আগে একটি গরুকে জখম করেছে ঐ প্রাণীটি। ঐ এলাকায় বনের আশপাশে লোকজন আতঙ্কিত।

বন বিভাগের পবাখালি রেঞ্জ অফিসার সজিব কুমার মজুমদার জানান, সেখানে কোনো বাঘের অস্তিত্ত্ব পাওয়া যায়নি। গত ছয় মাসে আমরা বিশাল এলাকা নিয়ে ক্যামরা বসিয়ে পর্যবেক্ষণ করেছি। সেখানে মেছো বিড়াল দেখা গেলেও বাঘের সন্ধান পাওয়া যায়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর