• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পানিতে পড়ে যুবক নিখোঁজ, মরদেহের সন্ধান দিল কুকুর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

নানাবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে বাকপ্রতিবন্ধী রকিব পানিতে পড়ে যান। স্বজনরা খোঁজতে গেলে কুকুরের শব্দে কিছুটা হতভম্ব হন। এ সময় ঘটে এক অবাককাণ্ড। বোবা কুকুর কিছু না বলতে পারলেও পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরাতে থাকে। স্বজনরা আন্দাজ করেন রকিব পানিতেই পড়েছেন। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল রকিবের মরদেহ উদ্ধার করে।
এমন ঘটনার বিবরণ দিলেন মৃত রকিবের মামা জাহাঙ্গীর হোসেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগরের লুন্দিয়ার বিলে। গতকাল সোমবার সন্ধ্যায় নানাবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে রকিব ঐ বিলে পড়ে নিখোঁজ হন। তিনি আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।

রকিবের মামা জাহাঙ্গীর মিয়া বলেন, রকিব সোমবার বিকেলে তার নিজ বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে নানার বাড়ির বধুনগর ইসলামপুরে আসেন। কিছুক্ষণ থাকার পর তিনি সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে থাকেন স্বজনরা।

একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বজনরা জানতে পারেন, রকিব খালপাড়ের দিক দিয়েই চলাফেরা করছিলেন। কিন্তু কুকুরের খালের পানিতে কিছু একটা করছে এমন শব্দে ঘটেছে অবাককাণ্ড। এতক্ষণে স্বজনদের বুঝতে বাকি নেই খালেই পড়েছে প্রতিবন্ধী যুবক রকিব। পরে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব নদী ফায়ার স্টেশন ইনচার্জ নূরুল কবির সরকার বলেন, সকালে খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ডুবুরি এনে দিনভর চেষ্টা চালিয়ে সন্ধ্যায় রকিবের মরদেহ লুন্দিয়া থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নদীতে নিখোঁজ হওয়ার কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর