• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ইটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার দুপুরে ইটনা সদর ইউনিয়নের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। 

সূত্র জানায়, ইটনা বড় বাজারের ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেসার্স রনি ইলেকট্রনিকে নকল বিজলী ক্যাবল রাখা ও বিক্রির অপরাধে ছয় হাজার টাকা, মোড়কের ওজন বেশি দেওয়ার অপরাধে বাজিতপুর মিষ্টান্ন ভাণ্ডার এবং আল মুসলিম সুইটকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান ভূঁইয়া (কিরণ) সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর