• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রামেকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তির ১ ঘণ্টা পরই হাসানের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম হাসান আলী (২৮)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বগুড়াপাড়ার হাসেম সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, হাসান সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিলো। ভর্তির পরপরই আইসিইউতে নেয়া হয়। এর ঘণ্টাখানেক পরই তিনি মারা যান।

এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ১০৯ জন চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। বর্তমানে ১০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর