• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কৃষক বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার নিয়ে বিয়েতে ছেলে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করেছেন ইতালি প্রবাসী বর নাসির মিয়া। বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল আলী কমিউনিটি সেন্টারে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাগীকান্দি গ্রামের কৃষক হাছান আলীর ছেলে নাসির মিয়া ইতালি প্রবাসী। কিছুদিন আগে তিনি দেশে এলে তার বিয়ে ঠিক করা হয় হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মুদি দোকানি কুদরত আলীর কলেজপড়ুয়া মেয়ে মাশিয়াত জাহান প্রমির সঙ্গে।

নাসির মিয়ার বাবা হাছান আলীর ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। বাবার ইচ্ছা পূরণে নাসির মিয়া হেলিকপ্টার ভাড়া করেন। বুধবার দুপুরে তার গ্রামের পাশের আদমপুর বাজার থেকে রওনা হয় হেলিকপ্টার। অল্প সময় পর কনের বাড়িসংলগ্ন বহুলা মুজিবুল হাই শাহী ঈদগাহ ময়দানে অবতরণ করে ওই হেলিকপ্টার।

পরে সেখান থেকে গাড়িতে করে কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিকেলে কনেকে নিয়ে বাড়িতে ফেরেন নাসির মিয়া। বর ও কনেকে দেখতে বহুলা মুজিবুল হাই শাহী ঈদগাহে শতশত মানুষের ভিড় জমে।

নাসির মিয়া জানান, তার বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করেছেন। বাবার ইচ্ছা পূরণ করতে পেরে তার ভালো লাগছে। কনে মাশিয়াত জাহান প্রমিও আনন্দিত হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি যেতে পেরে।

বরের বাবা হাছান আলী জানান, তার অনেক দিনের স্বপ্ন ছিল, ছেলে হেলিকপ্টার নিয়ে গিয়ে বিয়ে করবেন। স্বপ্ন পূরণ হওয়ায় তার ভীষণ আনন্দ লাগছে।

কনের বাবা কুদরত আলী জানান, তার গ্রামে এর আগে হেলিকপ্টারে কোনো বিয়ে হয়নি। এই বিয়েতে গ্রামবাসীও আনন্দিত হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর