• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরে ৩১০৫ মামলা, আসামি ৭০১২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে করা ৩ হাজার ১০৫টি মামলায় ৭ হাজার ১২ জন রোহিঙ্গা শরণার্থীকে আসামি করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, মাদক আইনে ২ হাজার ৭৮টি মামলায় ২ হাজার ৯৯৭ জন, অস্ত্র আইনে ২৪০টি মামলায় ৫৬৪ জন, ১৮৮টি হত্যা মামলায় ১১৪১ জন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯৪টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলায় ১১৪ জন, ৬২টি ডাকাতি ও ডাকাতি প্রচেষ্টা মামলায় ৫৩৫ জন, বিশেষ ক্ষমতা আইনে ৬৫টি মামলায় ১৩৩ জন, ৪৭টি অপহরণ মামলায় ২৪২ জন, ৩৯টি মানবপাচার মামলায় ২২১ জন ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে করা ৪২টি মামলায় ১০৪ জন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।

এছাড়া আরো বিভিন্ন অপরাধের অভিযোগে দায়েরকৃত ২৫০টি মামলায় ৯৬১ জন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র গত ৬ মাসে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ২৩ জন মাঝিকে (সর্দার) খুন করা হয়েছে।

সূত্র মতে, চলতি বছরের জুলাই পর্যন্ত পরিসংখ্যানে কক্সবাজার জেলা ও নোয়াখালীর ভাসানচরে মোট ১৩ লাখ ৩২ হাজার ৩৪৩ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

তার মধ্যে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৭২৯ জন। এর আগে আসা পুরাতন রোহিঙ্গা রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন। ভাসানচরে রয়েছে ৩২ হাজার ৮৩২ জন রোহিঙ্গা।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, এমন কোনো অপরাধ নেই, রোহিঙ্গা শরণার্থীরা করছে না। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় লোকজনও অপরাধে জড়িয়ে পড়ছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর