• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

৯১ টাকার স্যালাইন ২০০ বিক্রি, জরিমানা ৬০ হাজার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

রাজশাহীতে ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতারের সহকারী পরিচালক মাসুম আলী এই জরিমানা আদায় করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার।

মাসুম আলী বলেন, বাজারে অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান চালানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর