• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সেন্ট জোসেফ ওল্ড বয়েজ’ ফাউন্ডেশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম প্রেসিডেন্ট হিসেবে এবং নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদ জেনারেল সেক্রেটারি হিসেবে সেন্ট জোসেফ ওল্ড বয়েজ’ ফাউন্ডেশনের (এসজেওবিএফ) নতুন এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন।  
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৫ সালের কমিটি গঠিত হয়েছে।
এগার সদস্য বিশিষ্ট এই কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কনফিডেন্স গ্রুপের চিফ এইচআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ট্রেজারার হিসেবে রয়েছেন হেড অব এমটিবি গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন ব্যারিস্টার শাফায়াত উল্লাহ। 
প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে সক্রিয় অংশগ্রহণ এবং এলামনাইদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করবে নতুন কমিটি। শুধু সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়, সমাজে ইতিবাচক একটি প্রভাব রাখতে পরিকল্পিত ও টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনায় এই কমিটি অঙ্গীকারবদ্ধ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর