• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ইলিশের জালে ধরা পড়ল বিশাল আকৃতির পাঙাশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আলী হায়দারের জালে মাছটি ধরা পড়েছে।
দুপুরের দিকে ওই জেলে কুয়াকাটা মেয়র মার্কেটে মাছটি নিয়ে যায়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ১২৫ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। বিশাল আকৃতির মাছটি ক্রয় করেন শাহাবুদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী।

জেলে আলী হায়দার বলেন, হঠাৎ করেই ইলিশের জালে এই পাঙাশ মাছটি আটকে যায়। পরে জাল উঠিয়ে দেখি বিশাল আকৃতির পাঙাশ মাছ। ৪-৫ জনে মিলে মাছটি ট্রলারে উঠিয়ে ঘাটে নিয়ে যায়। এরপর ওজন দিয়ে দেখি ১৬ কেজি ২০০ গ্রাম হয়েছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আর এর সুফল জেলেরা পাচ্ছে। আশা করছি জেলেদের জালে ইলিশের পাশাপাশি পাঙাশসহ বিভিন্ন প্রজাতির আরো বড় বড় মাছ ধরা পড়বে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর