• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রতিহিংসার আগুনে অঙ্গার দুই ভাই, ১৩ জনের নামে মামলা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি এলাকার ফকিরবাড়ির বসতঘরে আগুনে পুড়ে দুই শিশুর অঙ্গার হয়ে মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুদের বাবা মুহাম্মদ রনি হোসেন বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইলাম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলায় অভিযুক্তরা হলেন মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নাল আবেদীনের ছেলে জনি (২২), বেগু ড্রাইভারের ছেলে আনোয়ার (৫২), ছাগলনাইয়ার পশ্চিশ শিলুয়া এলাকার ইলিয়াছ ড্রাইভারের ছেলে বাদল (৪২), তার ভাই রমজান আলী (৩৮), মিন্টু ড্রাইভারের ছেলে দিদার (৩২), গফুর ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম (৪২), শাহজাহান ড্রাইভারের ছেলে রকি (২৮), হেঞ্চু মিয়ার ছেলে মিয়া ড্রাইভার (৫২), মো. সবুজের ছেলে সজিব (২২), সোনামিয়ার ছেলে মো. মিয়া (৫২), শাহ আলম মেম্বারের মেয়ে মোকছেদা আক্তার সুমি (৩০), পশ্চিম মধুগ্রাম এলাকার আবু আহাম্মদের ছেলে আবদুল আজিম (৪৫)।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমরা দ্রুতই ব্যবস্থা নেব।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, না দুর্ঘটনা তা যাচাই করার জন্য পিবিআই’র একটি দল কাজ করছে। এছাড়া সিআইডি এবং পুলিশের বেশ কয়েকটি দল তদন্ত করছে। ঘটনাটিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে, পূর্ববিরোধের জেরে মঙ্গলবার রাতে রনি হোসেনের ঘরে আগুনে তার দুই শিশু সন্তান মাইদুল ইসলাম শাহাদাত (১৩), রাহাদুল ইসলাম গোলাপ (৬) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

শিশুদের বাবা রনি হোসেন জানান, কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি, আনোয়ার, বাদল, জয়নাল, ফারুক ও আরাফাত তাদের স্বজন হোনা মিঞার মরদেহ দাফন করতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই দফায় দফায় আমাদের দেখে নেয়ার হুমকি দেন তারা। এর জেরেই তারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর