• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল চাচা ভাতিজার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে সোহেল মন্ডল (৪২) ও রাজিব মন্ডল (৩৫) নামের দুই চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পাগলা থানার সতেরোবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মন্ডল সতেরো বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রাজিব মন্ডল একই পরিবারের আকবর মন্ডল বেপারীর ছেলে।

জানা যায়, শুক্রবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে সোহেল মন্ডল ও তার ভাতিজা রাজিব মন্ডল বাড়ির পাশে ধান ক্ষেতের আলে চাই পেতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে চাচা-ভাতিজা দুজনই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, চাচা ভাতিজার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর