• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

টেকনাফে বস্তায় মিলল আড়াই লাখ ইয়াবা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে সাবরাং বিওপির আচারবুনিয়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে দুটি প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে আচারবুনিয়া এলাকায় লবণের মাঠের দিকে আসতে দেখে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা বস্তা মাটিতে পড়ে যায়। পরে চোরাকারবারীরা পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর