• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়ালো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো। শুক্রবার দুপুরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮১ জনের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৩২ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ভর্তি হয়েছেন।

এছাড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান জানান, গেল মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। যা মোট আক্রান্তের অর্ধেক। মশা নির্মূলে মানুষকেও সচেতন হতে হবে। ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর