• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকার, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়। এদিন ঢাকা মহানগরীতে অধিদফতরের ৪টি দল বাজার অভিযান পরিচালনা করেছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৫৭টি অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে মাত্র একরাতের ব্যবধানের দেশের বাজারে পাইকারিতেই ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত এবং দেশি পেঁয়াজের কেজি বেড়েছে ৬০ টাকা। পাইকাররা জানান, গতকাল যে মানের ভারতীয় পেঁয়াজ রাজধানীর শ্যামাবাজারে বিক্রি হয়েছে ১০২ টাকা থেকে ১০৫ টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ১৮৫ টাকায়। দেশি পুরনো পেঁয়াজের দাম একরাতে ৬০ টাকা বেড়ে আজ সকাল থেকে বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। আর দেশি নতুনের দাম ১০৫ টাকা থেকে ঠেকেছে ১৪০ টাকায়। তারা বলছেন, বাজারে পেঁয়াজ কম। ভারতের পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার খবরে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন। তবে বাজারের এ অস্থিরতা সাময়িক। নতুন পেঁয়াজ পুরোদমে ওঠা শুরু হলে দাম কমে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর