• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

নওগাঁয় মৌমাছির কামড়ে আহত ৯

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িদহ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- অনজু চৌধুরী (৪৭), বাসন্তি রানী (৫৫), সুকুমার দাস (৫০), শুকলা রানী (২৫), শিউলি নারী (৩৪), জুয়েল রানা (২৮) আল আমিন (৩৮), গোলাম হোসেন (৪০) ও আফরোজা বেগম (৪৫)। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় অনজু চৌধুরী নামের এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বুড়িদহ বাজারের দেবদারু বাগানের পাশে বাঁধা একটি ছাগলকে হঠাৎ করেই একদল মৌমাছি আক্রমণ করে। আক্রান্ত ছাগলকে বাঁচাতে আশপাশের লোকজন এগিয়ে এলে তারাও মৌমাছির কবলে পড়েন। এ সময় প্রসাদপুর থেকে জোতবাজারের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, মৌমাছির কামড়ে আহত আটজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত অনজু চৌধুরীর অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর