• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

খাতুনগঞ্জে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১০০ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা কমেছে পেঁয়াজের দাম। মঙ্গলবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা দরে। যা গত শনিবারও কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২৫০ টাকায়। জানা গেছে, সারাদেশে পেঁয়াজের দাম বাড়ায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদফতর। সেই ধারাবাহিকতায় খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১২০ টাকা করে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করা হয়। এছাড়া, সোমবার (১১ ডিসেম্বর) পেঁয়াজের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সভায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে দু’দিনে আমদানি করা হয় ২২৬ টন পেঁয়াজ। রোববার (১০ ডিসেম্বর) চীন থেকে আনা হয় ১৬৮ টন এবং সোমবার (১১ ডিসেম্বর) পাকিস্তান থেকে আনা হয় ৫৮ টন পেঁয়াজ। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, খাতুনগঞ্জে দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ ঢুকছে। এমনিতে পেঁয়াজ সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। সামনে পেঁয়াজের দাম আরো কমবে। আর বাড়ার সম্ভাবনা নেই।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর