• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লালমোহনে সাড়ে ৪৩ হাজার শিশু খেল ভিটামিন-এ প্লাস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

ভোলার লালমোহন উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৪৩ হাজার ৫৮৬ জন শিশুকে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪৫টি কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জানা গেছে, লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নের ২১৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪৮৬ জন শিশু এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী ৩৫ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া লালমোহন পৌরসভার ২৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৬শত শিশু এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৫শত জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, কোনো শিশু যেন ভিটামিন-এ প্লাস ক্যাপসুল থেকে বাদ না পড়ে আমরা সেদিকে গুরুত্ব দিয়েছি। সে অনুযায়ী প্রতিটি কেন্দ্রে আমাদের স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর