• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট দেখেই পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। সোমবার শহরের নতুনহাট বাজারে অভিযান মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। এ সময় বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। ম্যাজিস্ট্রেট জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। নতুনহাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম বলেন, দু’দিন আগে পেঁয়াজ কিনেছি শুধু ৯০ টাকা কেজি। আর আজ দাম চাচ্ছে কেজিপ্রতি ২০০ টাকা। হঠাৎ ভ্রাম্যমাণ আদালত দেখে ব্যবসায়ীরা কেজিতে ৮০ টাকা কমিয়ে বিক্রি শুরু করেছেন। এতে ক্রেতারা অনেক খুশি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর