• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ট্রাক্টরের ধাক্কায় ছেলে বাঁচলেও প্রাণ গেল মায়ের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মনজেনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউপির দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের তিস্তার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজেলা দেবীগঞ্জ সদর ইউপির দহলা খাগড়াবাড়ি এলাকার হাজীপাড়া গ্রামের শেখ ফরিদের স্ত্রী। জানা যায়, মনজেনা বেগমের স্বামী শেখ ফরিদ বাংলাবান্ধায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার দুপুরে তার স্বামী সংসার খরচের জন্য বিকাশে কিছু টাকা পাঠান। বিকেলে সেই টাকা তুলতে মনজেনা বেগম তার বড় ছেলে মুন্নাসহ তিস্তার হাটে যান। পরে একটি দোকান থেকে টাকা উত্তোলনের পর বাড়ির দিকে রওয়ানা হলে তিস্তার হাটেই একটি বেপরোয়া ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ট্রাক্টরের চাকায় ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয় মনজেনা। এ সময় তার ছেলে মুন্না ছিঁটকে সড়কে পড়ে গিয়ে আহত হন। পরে দেবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। দেবীগঞ্জ সদর ইউপির সদস্য ফরহাদ হোসেন জানান, মনজেনা নিহত হলেও সৌভাগ্যক্রমের তার ছেলে মুন্না বেঁচে যায়। মনজেনার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার চেষ্টা করা হচ্ছে। দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইট বোঝাই ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ট্রাক্টর চালক পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। সেই সঙ্গে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর