• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুম থেকে আগুন বের হতে দেখেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আমরা সময় মতো না গেলে আগুন আরও ছড়িয়ে পড়ত। যথা সময়ে উপস্থিত হয়ে দ্রত কার্যকর পদক্ষেপ নেওয়ায় আগুন সহজেই নিয়ন্ত্রণে আসে।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ কামাল বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা স্কুলের চারটি তালা নষ্ট করে স্টোররুমে রাখা পরিত্যক্ত বেঞ্চে কে বা কারা আগুন দেয়। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত সময় সংবাদকে বলেন, কেন্দ্রের স্টোররুমের পেছনের জানালা দিয়ে দূর্বৃত্তরা আগুন দেয়। তবে এই ঘটনা নির্বাচনে ভোটগ্রহণে কোনো প্রভাব ফেলবে না।

এই আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৬৪। এরমধ্যে পুরুষ ভোটারসংখ্যা ১ লাখ ১০ হাজার ৫১৮, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১৩৭। মোট কেন্দ্র ১৪৪।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর