• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কুড়িগ্রামে কোটি টাকার তিন তক্ষক উদ্ধার: আটক পাঁচ চোরাকারবারী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের কচাকাটায় তিনটি বিরল প্রাণী তক্ষক উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময়  এসব তক্ষক পাঁচারের সাথে জড়িত পাঁচ চোরাকারবারীকে গ্রেফতার করেছে  পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো কচাকাটা থানার পূর্ব বিষ্ণপুর এলাকার মোজাম্মেল হক মজনু, আবুল কাশেম, রিয়াজুল ইসলাম  লেবু, নয়ানা গ্রামের মোর্শেদ আলম,বড় ছড়ার পাড় গ্রামের শাহ আলম।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ভোর রাতে তক্ষক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে কচাকাটা থানার দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের পনির উদ্দিনের বাড়ি থেকে একটি বাক্সে তিনটি  তক্ষক উদ্ধার করা হয়। এসব তক্ষক বেচাকেনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে বুধবার বিকালে কুড়িগ্রাম পুলিশ সুপার একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে  পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, উদ্ধারকৃত তক্ষক বন্যপ্রাণী অধিদপ্তরের কুড়িগ্রামের ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

এসময় পুলিশ সুপার জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে মহা বিপন্ন প্রাণী তক্ষক বেচাকেনার সাথে জড়িত। এই চক্র এই প্রাণীর কোটি কোটি দাম দেখিয়ে বৃত্তবানদের প্রতারিত করে আসছে। আমরা এসব সিন্ডিকেটের সদস্যদের উপর নজর রাখছি।  যেকোন ধরণের বন্যপ্রাণী পাচার এবং বেচাকেনা বন্ধ করা যায় এবং প্রতারণার মূলৎপাটন করা যায় সে বিষয়ে জেলা পুলিশ কাজ করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর