• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

কাজিপুরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ জুলাই ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ কুনকুনিয়া গ্রামের যুবসমাজ হাজার মানুষের চলাচলের জন্যে নির্মাণ করেছে বাঁশের সাঁকো।  বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুরে এই সাঁকোর উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। 

 সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার গান্ধাইল ইউনিয়নের দক্ষিন কুনকুনিয়া গ্রামের দেড় হাজার মানুষের চলাচলে বর্ষা মৌসুমের সবচেয়ে বড় কষ্ট ছিলো বানিয়াজান খাল। কয়েকশ বছর যাবৎ বর্ষাকালে এই গ্রামের মানুষদের উপজেলা সদরের সাথে দুই  কিলোমিটার ঘুরে যোগাযোগ করতে হতো। স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও অনেক পথ ঘুরে চলাচল করতে হয়। অনেক চেষ্টা করেও এই গুরুত্বপূর্ণ স্থানে হয়নি কোন সেতু। অবশেষে ষাট হাজার টাকা খরচ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একশ বারো মিটার বাঁশের সেতু নির্মাণ করে ওই গ্রামের যুব সমাজ। 

 স্বেচ্ছাশ্রমের সমন্বয়কারি স্কুল শিক্ষক আনিছুর রহমান জানান, ‘ গত বছর আমরা একটি পায়ে চলা পথ পেয়েছি। কিন্তু ব্রিজ হয়নি। তাই এবার গ্রামের যুবসমাজকে নিয়ে এই সাঁকো তৈরি করা হয়েছে। আমাদের দরকার এখন একটি সেতু।’

 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ফেসবুকে ওদের সাঁকো নির্মাণের ছবি দেখেছি। তাই আজ এলাম ওদের এই স্বেচ্ছাশ্রমকে শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়াতে। এসে আমার খুব ভালো লেগেছে। ওদর সাশে শরিক হতে আমি পঞ্চাশ হাজার টাকা দেবার ঘোষণা দিচ্ছি।’ 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা জানান, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এখানে একটি ব্রিজ করার চেষ্টা করবো।’ 

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাশ্রমের ব্যবস্থাপনা কমিটির সদস্য রুস্তম আলী, আব্দুল লতিফ, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, বেলাল হোসেন প্রমূখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর