• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

শেরপুরে স্মার্ট এনজিও পোর্টালের যাত্রা শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

জেলায় গতকাল বিকেল ৫টায় শেরপুরে স্মার্ট এনজিও পোর্টালের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই পোর্টালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলাপ্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার আগে স্মার্ট শেরপুর গড়তে হবে। তারই আওতায় এবার স্মার্ট এনজিও পোর্টালের যাত্রা শুরু হলো। এটি একটি ডায়নামিক পোর্টাল এবং এর মধ্য দিয়ে নতুন ইতিহাসও রচিত হল। তিনি আরও বলেন, এনজিও গুলো দেশের উন্নয়ন সহযোগী। যুদ্ধবিধ্বস্ত বাংলাকে গড়ার সময় থেকে তারা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। তাদের মাধ্যমে তৃণমূলের সুবিধা বঞ্চিতরা উপকৃত হচ্ছে। কাজেই স্মার্ট শেরপুর গড়তে এনজিওদের সহযোগিতায় তৃণমূলেও তার ছোঁয়া পৌঁছে দিতে হবে। অতিরিক্ত জেলাপ্রশাসক মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনীঅনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলাএনজিও ফোরামের সমন্বয়কারী ব্র্যাককর্মকর্তা ফারহানা মিল্কী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, পারি ডেভলমেন্টের জেনিদারিন, আইডিএ’র গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে পোর্টালটির বিভিন্ন দিক তুলে ধরেন (যঃঃঢ়ং://হমড়ংযবৎঢ়ঁৎ.মড়া.নফ) পোর্টালের ডেভেলপার তরুণ আইটি উদ্যোক্তা মো. মিনহাজ উদ্দিন। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএমআল-আমিন ও জিএম এমুনিবসহ জেলার বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর