• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাই, যেভাবে হলেন গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

রাজধানীর দক্ষিণখানে যুবককে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহজাদা রায়হান রুবেল (৪৫)। রোববার রাত ১০টার দিকে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি হোটেলের অন্ধকার গলি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রুবেলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি দক্ষিণখানের কসাইবাড়ি বটতলা এলাকায় ভাড়া থাকতেন। কসাইবাড়ি এলাকার বাসিন্দারা জানান বলেন, মাজেদুল বাশার সুজন নামে এক ব্যক্তি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথে অন্ধকার গলিতে একজন লোক তাকে পিস্তল ঠেকিয়ে এক হাজার টাকা দাবি করে। সুজনের স্ত্রী টাকা ফেরত দেওয়ার জন্য রুবেলের কাছে কাকুতি-মিনতি করে। কারণ তাদের কাছে গ্রামে যাওয়ার কোনো টাকা ছিল না। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দেয়। পুলিশ দেখতে পায় রায়হান রুবেলের কাছে থাকা পিস্তলটি খেলনা। ভুক্তভোগী মাজেদুলের বাড়ি কুমিল্লায়। তিনি একজন আতর ব্যবসায়ী। ঢাকায় এসেছিলেন শ্বশুরবাড়ি বেড়াতে। বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লা যাওয়ার কথা ছিল তার। কিন্তু রেলস্টেশনে যাওয়ার পথেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মাজেদুল গণমাধ্যমকে জানান, কসাইবাড়ি আমির হোটেলের সামনে থেকে একজন লোক আমাকে অন্ধকার গলিতে নিয়ে যায়। সেখানে হঠাৎ করে পিস্তল ঠেকিয়ে ধরে বলে— যা আছে সব দিয়ে দে। আমি তখন পিস্তল দেখে নার্ভাস হয়ে যাই। পরে সঙ্গে থাকা এক হাজার টাকা দিয়ে দেই। টাকার জন্য আমার বউ তার পা ধরেছে। কিন্তু টাকা ফেরত দেয়নি। পরে আশপাশের লোকজন তাকে ধরে এপিবিএন-এ নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে শাহজাদা রায়হান রুবেল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে ছিনিয়ে নেয়া এক হাজার টাকা জব্দ করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় দস্যুতার অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী নাজমা বাদী হয়ে একটি মামলা করেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর