• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

‘শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪  

খাগড়াছ‌ড়ির পুলিশ সুপার মক্তা ধর বলেছেন, ইন্টারনেটের কল্যাণে মানুষের জীবন অনেক সহজ ও গতিশীল হচ্ছে। কিন্তু প্রতিটি বিষয়ের ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। ইন্টারনেটের খারাপ দিক হল এর অপব্যবহার। তরুণ সমাজ তাদের মূল্যবান সময় অপচয় করছে ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ যদি এগুলোতে অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, তখনই বাধে সমস্যা। ইন্টারনেট আসক্তি থেকে রেহাই দিতে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপল‌ক্ষে ‘বই পাঠ’ উৎসবের দ্বিতীয় দি‌নে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন। বই পাঠ উৎসবকে বাংলা মাতৃভাষার জন‌্য আত্মত্যাগী‌ শহিদ‌দের যথার্থ সম্মান করতে ভাষা চর্চার ক্ষুদ্র প্রয়াস উল্লেখ ক‌রে পু‌লিশ সুপার ব‌লেন, বই আমাদের আত্মার আত্মীয়। আমাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে। শিশু জন্মগ্রহণের পর থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে। বই পড়ার মধ্য দিয়ে তার চিন্তা চেতনার বিকাশ ঘটে। বই পাঠে স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা পালন ক‌রে। বক্তব্য শেষে শিক্ষার্থীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’বই পাঠ করার জন্য আহ্বান করা হয়। এ সময় ক‌লে‌জে‌র শিক্ষার্থী, শিক্ষক ও পুলি‌শের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর