• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মালিবাগে সিভার নতুন শাখা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

রাজধানী ঢাকায় সেন্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড ভিসা অ্যাসিস্ট্যান্স (সিভা)-এর নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। নানা ধরনের ভিসা জটিলতার সমাধানসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তি এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ সৃষ্টিতে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মালিবাগে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে নতুন শাখার যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. উপল তালুকদার বলেন, দেশের বাইরে সিভার কাজ ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশে এর কাজ আরও বড় পরিসরে করার সুযোগ আছে বলে তিনি মনে করেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক আব্দুল হক বলেন, অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ে সিভা আলাদা। এই প্রতিষ্ঠান থেকে কারও প্রতারিত হওয়ার সুযোগ একেবারেই নেই বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটে সিভার কার্যক্রম প্রথম শুরু করেন রিয়াজ মোর্শেদ। বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সফলতার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তব্যে। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ শিক্ষা অফিসার্স সমিতির সভাপতি শাহীন, জনতা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তারেক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান, ঢাকা বিজ্ঞান কলেজের পরিচালক সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট একরামুল হক রবিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর