• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গেল কারারক্ষীর প্রাণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমজাদ সোনারগাঁও উপজেলার নোয়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক আমজাদ। তাকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী রিনা বেগম জানান, ১৯ বছর ধরে কারারক্ষীর চাকরি করে আসছিলেন আমজাদ। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি ছুটিতে বাড়িতে আসেন। রিনা বেগম জানান আরও জানান, তারা বাড়ির পাশেই নানাখি গ্রামে আরেকটি বাড়ি নির্মাণের কাজ করছেন। বিকেলে আমজাদ সেখানে গিয়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিয়ে ইট ভেজাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তারা খবর পান, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আমজাদ। পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত বলে জানান। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর