• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

ভাষাশহীদদের স্মরণে আগরতলায় ‘বাংলায় জেগে রই’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘বাংলায় জেগে রই’ শিরোনামে এক ভিন্নমাত্রার অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকল আগরতলাবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আগরতলা প্রেস ক্লাবে আরশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যম ও একেবি টিভির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক তথা একুশে পদক প্রাপ্ত কবি মিনার মনসুরকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উত্তরীয় পরিয়ে তার হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন ভারতের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অসীম কুমার দে। এছাড়াও এ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সংবাদ ব্যক্তিত্ব শাণিত দেবরায়, শিক্ষাবিদ ড. মোস্তাফা কামাল এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক। আরশিকথার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অতিথিরা প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে বাংলা ভাষার ইতিহাস টেনে এর প্রসারের গুরুত্ব তুলে ধরেন। এদিন দ্বিতীয় পর্বে নানা শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা ‘বাংলা ভাষার উল্লেখযোগ্য ইতিহাস ও প্রসারের গুরুত্ব’ নিয়ে একটি স্বল্প বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। এ পর্বে বিচারক ছিলেন লেখক ও গবেষক ড. আশিস কুমার বৈদ্য, শিক্ষাবিদ ড. দেবব্রত দেবরায়, কবি ও লেখিকা স্বপ্না ভট্টাচার্য এবং ডা. অসীম কুমার দে। ‘বাংলায় জেগে রই’ অনুষ্ঠানে আবৃত্তি করছেন রাজ্যের শিল্পীরা। ছবি: সময় সংবাদ এদিন বিচারকদের রায়ে এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ত্রিপুরা গভ. ল কলেজের শিক্ষার্থী ফারদিন পোদ্দার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোভেল হোসেন এবং শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরের শিক্ষার্থী ত্রম্বকেন্দু চক্রবর্তী। এছাড়াও বক্তৃতা প্রতিযোগিতায় কৃতী সম্মানে ভূষিত হন হলিক্রস স্কুলের শিক্ষার্থী সুকাইলা রাহী, এমবিবি কলেজের শিক্ষার্থী অভিজিৎ দেব, ইগনৌর শিক্ষার্থী রাহুল বিশ্বাস এবং এমবিবি কলেজের শিক্ষার্থী প্রশান্ত বিশ্বাস। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বাংলা ভাষাকে এগিয়ে রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য ইতিহাস,ব্যক্তিত্ব,সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ঘটনাবলী প্রভৃতি বিষয়ের ওপর নির্ভর উপস্থিত সবার জন্য উন্মুক্ত একটি অনবদ্য ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাতৃভাষা বাংলাকে মর্যাদা দিতে সার্বিকভাবে সার্থক রূপ নেয়। ক্যুইজ প্রতিযোগিতায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন আরশিকথার প্রতিষ্ঠাতা সম্পাদক শান্তনু শর্মা। প্রতিযোগিতায় আরশিকথার পক্ষে রাজা নাগ ও সপ্তর্ষী লস্কর এবং অন্নপূর্ণা জুয়েলারি, এসভিএস গ্লোবাল ডট ইন ও সোনিক হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ৩৫ জন সঠিক উত্তরদাতাদের স্মারক সম্মান ও সার্টিফিকেট দেয়া হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সুরের আলো, কাব্যায়ন, সুফিয়ানাসহ একক পরিবেশনায় অমিত চৌধুরী, মানালী গাঙ্গুলী, শুভঙ্কর চক্রবর্তী ও সুপ্রিয়া চক্রবর্তী সবাইকে মুগ্ধ করেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তস্মিতা ঘোষ। সব ভাষাকে সম্মান জানিয়ে মাতৃভাষা বাংলা ভাষার প্রসার ও প্রচারের লক্ষ্যে আরশিকথা ও একেবি টিভির এ উদ্যোগকে সফল করে তোলার জন্য আয়োজক কমিটির পক্ষে শিক্ষাবিদ শঙ্কর সাহা ও রীণা দাস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর