• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

যশোরে স্কুলছাত্র চয়ন হত্যায় দুই কিশোর আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার স্কুলছাত্র চয়ন হত্যায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পিবিআই। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের সনাক্ত ও আটক করা হয়েছে। তারা হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো সদর উপজেলার শানতলা দাসপাড়ার পরিতোষ দাসের ছেলে হৃদয় কুমার দাস ও নির্মল দাসের ছেলে প্রদীপ দাস। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি বন্ধুদের দেখে বাড়ি ফেরার পথে খুন হয় নবম শ্রেণির ছাত্র চয়ন দাস। পরদিন সকালে মামলা হলে এ হত্যায় জড়িতদের সনাক্তে ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে প্রাপ্ত তথ্য মতে, অভিযান চালিয়ে রোববার রাতে বসুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে প্রদীপ দাসকে এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দিকনগর গ্রামে অভিযান চালিয়ে হৃদয় কুমার দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া দাওয়া নিয়ে চুড়ামনকাঠি দাসপাড়ার কিছু ছেলের সঙ্গে শানতলা দাসপাড়ার কিছু ছেলেদের গোলযোগ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আপস-মিমাংসা করে দেয়। পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি ঝিকরগাছা মল্লিকপুর নামযজ্ঞ অনুষ্ঠানে চুড়ামনকাঠি দাসপাড়ার ছেলেরা যায়। ওই নামযজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য সেখানে শানতলা দাসপাড়ার ছেলেরাও যায়। সেখানে উভয়ের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায় আসামি প্রদীপ ও হৃদয় চুড়ামনকাটি দাসপাড়ার জবীন দাস, স্বাধীন দাসকে ছুরিকাঘাতে জখম করে। এরপর তাদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চয়ন তার আহত বন্ধুদের দেখার জন্য এলাকার লোকজনের সঙ্গে রাত ১১টার পরে হাসপাতালে যায়। রাত সাড়ে ১২টার পরে চয়নসহ ৮/১০ জন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শানতলা পেপসি কোম্পানির গেইটের সামনে পৌঁছালে হৃদয় ও প্রদীপসহ শানতালা দাসপাড়ার ১৫/২০ জন তাদের ওপর হামলা চালায়। এসময় চয়ন দাসকে এলোপাতাড়ি মারপিট করা হয়। এরপর হামলাকারীরা চয়নকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে রাস্তার ওপর ফেলে রাখে। পুলিশ সুপার রেশমা শারমিন আরও জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর