• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নরসিংদীতে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, আসামি গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

বহুল আলোচিত নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলামকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান ক্লুলেস আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আরিফুর রহমান। তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, চিহিৃত সন্ত্রাসী, মানবপাচারকারী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার করে আসছে। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও যাবজ্জীবন, মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং চাঞ্চল্যকর হত্যার মামলার ক্লুলেস আসামিদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র‍্যাব-৩ এর একটি চৌকশ আভিযানিক দল গাজীপুর জেলা টঙ্গী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বহুল আলোচিত নরসিংদী জেলার শিবপুর এলাকায় সাইফুল ইসলামকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান ক্লুলেস আসামি মো. জুনায়েদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুনায়েদ মিয়া শিবপুর থানার নোয়াদিয়া কান্দাপাড়া গ্রামের জাকির হোসেন ছেলে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। মো. আরিফুর রহমান জানান, শিবপুরে গত বছরে ৯ সেপ্টেম্বর রাতে গরুর ব্যবসায়ী সাইফুল ইসলামকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পরদিন ভিকটিম সাইফুল এর স্ত্রী বাদী হয়ে তাজুল ইসলাম ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে সাইফুলকে হত্যার পর জুনায়েদ এলাকা ছেড়ে তার নানার বাড়ি ব্রাহ্মনবাড়িয়া এসে আত্মগোপনে থাকতে শুরু করে। সেখানে ১ মাস থাকার পর গাজীপুর এসে একটি গার্মেন্টেসে চাকরি করে জীবিকা নির্বাহ করতে থাকেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর