• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মামাতো ভাইকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন জব্বার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মজনু খাঁ ওরফে ফজলু হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতারের পর রোববার (২৫ ফেব্রুয়ারি) আদালতে দেওয়া জবানবন্দিতে ফজলুকে হত্যার দায় স্বীকার করেন তিনি। নিহত ফজলু জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের স্কুলপাড়ার কাশেমের ছেলে। গ্রেফতারকৃত জব্বার একই এলাকার মো. দলিল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি জাবীদ হাসান। তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি সকালে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে একটি ফসলের ক্ষেত থেকে উদ্ধার করা হয় ফজলুর মরদেহ। রাত থেকেই নিখোঁজ ছিলেন জব্বার। ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তাকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। তিন দিন আগে আটক হলেও জব্বার পুলিশকে বারবার মিথ্যা তথ্য দিয়ে ঘোরাচ্ছিলেন। অবশেষে তাকে নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডাকবাংলো এলাকা থেকে ফজলুর ভ্যান ও মোবাইল উদ্ধার করা হয় ৷ জবানবন্দিতে জব্বার জানান, মজনু খাঁ ওরফে ফজলু ও মো. জব্বার মিয়া সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই। দুজনই বিদ্যুতের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন। জব্বার সমিতি থেকে তোলা কিস্তির টাকা শোধের জন্য ফজলুর ভ্যান ও মোবাইল কেড়ে নেয়ার পরিকল্পনা করেন। ২০ ফেব্রুয়ারি রাতে ফজলুকে ডেকে কৌশলে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন জব্বার। পরে মৃত্যু নিশ্চিত হলে ভৈরব নদের ধারে একটি ফসলের ক্ষেতে ফেলে রেখে ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যান জব্বার। রোববার (২৫ ফেব্রুয়ারি) ফজলুকে হত্যার দায় স্বীকার করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ফজলুর মরদেহ উদ্ধারের পর তার বাবা মো. কাশেম আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছিল। তদন্তে জব্বার হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা নেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর