• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ৫ কালোবাজারি গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হাকিম, জাকির হোসেন, রুবেল মিয়া, শাহিন মিয়া ও সাজ্জাদ মিয়া। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর আজ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকিট, সাতটি মোবাইল ও টিকিট বিক্রির ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর