• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পথ ভুলে যাওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

পথ ভুলে দিগবিদিক ছুটতে থাকা এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি’র) কর্ণহার থানা পুলিশ। সোমবার রাজশাহী মহানগরীর কর্ণহার থানার কবিরাজপাড়া থেকে ঐ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করা হয়। তার নাম মোসা. আকতারা বেগম (৫৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পৌরসভার নুন্দাপুর চাতরা পুকুর এলাকার মো. ফাইজ উদ্দিনের স্ত্রী। কর্ণহার থানার ওসি কমল কুমার দেবনাথ জানান, সোমবার রাত ৮টার দিকে ঐ মহিলাকে উদ্ধার করা হয়। এ সময় তিনি জানান, পথ ভুলে এখানে চলে এসেছেন। বাড়ির ঠিকানা ভুলে যাওয়ায় তিনি বাড়ি যেতে পারছেন না। একপর্যায়ে তিনি বাসার ঠিকানা বলতে পারেন। পরে কাঁকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জের সঙ্গে কথা বলে ঠিকানা সংগ্রহ করে ঐ বৃদ্ধার ছেলে ও মেয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বৃদ্ধার মেয়ে রুমালী বেগম পরিবারের অন্য সদস্যদের নিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণহার থানায় আসেন। পরে ঐ মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর