• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

শেরপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান, সিলগালা-জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় শেরপুরেও স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত জেলা শহরের নারায়ণপুর মহল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে তিনটি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে আল সফা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওটিতে অনিয়ম থাকায় সিলগালা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাজী নিয়মতউল্লাহ হাসপাতালে প্যাথলজি বিভাগে অনিয়ম থাকায় প্যাথলজিক্যাল সেন্টার সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় জেলার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ডা. হিমেলসহ স্বাস্থ্যে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মোবাইল কোর্টের বিচারক ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এর আগে বিকেলে আরো দুটি বেসরকারি হাসপাতালে অনিয়ম থাকায় ওটি ও প্যাথলজি বিভাগ সিলগালাসহ ওই দুটি হাসপাতালকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান নিয়মিত চলবে বলে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর