• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ময়মনসিংহে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

ময়মনসিংহে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর চরপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর। পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার এবং রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অভিযানে নানা অনিয়মের দায়ে ওইসব প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় এবং জেলার কর্মকর্তারা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর