• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে রাত্রি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে রাত্রি নামে এক এসএসসি পরিক্ষার্থী। মঙ্গলবার কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের (ভেন্যু) বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেয় সে। পরীক্ষার্থী রাত্রি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। আট ভাই-বোনের মধ্যে ছয়জনের ছোট রাত্রি। সে স্থানীয় লক্ষীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী রাত্রির মা দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে নিজবাড়িতে মারা যান। পরে লাশ বাড়িতে রেখেই এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে রাত্রি। বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের (ভেন্যু) সহকারী সচিব বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও লক্ষীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর