• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীর জন্য ঘষিয়াখালী ক্যানেল সুন্দরভাবে চলছে: মেয়র খালেক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা নদী নতুন করে প্রাণ ফিরে পাবে কেউই ভাবেনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তাকে বলার পর তাৎক্ষণিক ড্রেজিংয়ের ব্যবস্থা হয়। ৮৪টি খালে ৫৩৩ কোটি টাকা দিয়েছেন তিনি, যাতে এই নদীতে আবারো স্রোত হয়। প্রধানমন্ত্রীর জন্য ঘষিয়াখালী ক্যানেল আবার সুন্দরভাবে চলছে। মঙ্গলবার বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। খুলনা সিটি মেয়র বলেন, মোংলা নদীতো শেষ হয়ে গিয়েছিল। এই নদীতে রামপাল এলাকার ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নৌকাডুবে মারা গেছেন। আমি ২০১২ সালে মোটরসাইকেলে রামপাল থেকে পেড়িখালী আসছি। এখন আমাকে অনেকে বলেন, অনেক জায়গায় নদী ভাঙন হচ্ছে। আমি বলছি নদী রক্ষা করার পরে অন্যকিছু। নদীতে তো ভাঙন থাকবেই। সেটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। মেয়র বলেন, মোংলা নদীতে অনেক আগেই ব্রিজ করতে পারতাম। ব্রিজ হলে মোংলা পোর্ট এমনই বন্ধ হয়ে যেতো। আমরা চাই ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ কী, হয়তো অনেকে বোঝেন না। ঝুলন্ত ব্রিজ হলো ব্রিজে নদীতে কোনো পিলার পড়বে না। পিলার পড়লে নদী থাকবে না। তিনি আরো বলেন, চীন-মৈত্রী বাংলাদেশ একটা সেতু আমাদের প্রাপ্য। সেটা হলো মোংলা নদীর ওপর একটা ঝুলন্ত ব্রিজ। এরইমধ্যে ছয়েল টেস্ট হয়ে গেছে। আমরা আশা করি, দুটি ব্রিজ হবে। একটা মোংলা বন্দর করবে আরেকটা চীন-মৈত্রী বাংলাদেশ করবে। মিঠাখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি প্রীতিশ চন্দ্র হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারেরর সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর